মানিকগঞ্জে ডেরা রিসোর্ট, আবাসিক হোটেল ও বিভিন্ন ফ্ল্যাটে মাদকের আড্ডাসহ নানা ধরনের অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানব বন্ধন ও জেলা প্রসাশকের কাছে স্বারকলিপি দিয়েছেন মানিকগঞ্জ জেলার আলেম-উলামা,বৈষম্যবিরোধী ছাত্র ও সচেতন জনতা।
রোববার বেলা ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মুফতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও মাওলানা শেখ মাহবুবুর রহমানের সঞ্চালনায় উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা জুবায়ের হুসাইন ফয়জী, মাওলানা আব্দুর রহমান নাদেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আশিকুর রহমান সানোয়ার, মাওলানা আব্দুল মতিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে অবস্থিত ডেরা রিসোর্ট বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রভাবশালী নেতাদের ছত্র-ছায়ায় অসৎ উদ্দেশ্যে গড়ে উঠে। শুরুতে গরুর ফার্ম করার নামে অদৃশ্য ক্ষমতাবলে জোরপূর্বক জমি ক্রয় করে পরবর্তীতে রিসোর্ট করা হয়। রিসোর্টে বিনোদন ও অবকাশ যাপনের অন্তরালে চলছে মাদকসহ সকল অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ।
সম্প্রতি রিসোর্ট কর্তৃপক্ষ একটি মদের বার খোলার অনুমোদনের জন্য জোর তদবীর চালাচ্ছে। বক্তারা অবিলম্বে ডেরা রিসোর্টসহ সন্দেহজনক সকল রিসোর্ট, আবাসিক হোটেল ও সন্দেহজনক ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনা, সকল প্রকার মদের লাইসেন্স বাতিল করা এবং কোনভাবে অনুমোদন না দেয়া, মাদক ও সকল প্রকার অনৈতিককাজের বিরুদ্ধে প্রশাসনের সার্বক্ষণিক তৎপরতা ও অভিযান পরিচালনা, মাদকমুক্ত মানিকগঞ্জ গড়তে প্রশাসন ও স্থানীয় আলেম-উলামা, ছাত্রজনতার সমন্বয়ে মাদক বিরোধী মনিটারিং সেল গঠনকরাসহ বিভিন্ন দাবী জানান।