ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সাবেক এমপি ড. নিলুফার চৌধুরী মনি’র জামালপুর সদর পৌরসভার ১ নং ওয়ার্ডে গণসংযোগ ও মত বিনিময় সভা

50
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ২২, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জামালপুরের মেয়ে ড. নিলুফার চৌধুরী মনি এমপির জামালপুর সদর পৌরসভার ১ নং ওয়ার্ডে গণসংযোগ ও মত বিনিময় সভা করেন জামালপুর পৌরসভার নেতা কর্মী ও ওয়ার্ড বাসী পাথালিয়া বকুলতলা মোড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নিলুফার চৌধুরী মনি, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সহ-সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র রূপকার এক সময় দারক’বাহক মো: নজরুল ইসলাম চৌধুরী, জামালপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মশিউর রহমান৷

সাবেক শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সামস সুমন সাবেক ছাত্রনেতা ঢাকা কলেজ, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সহ-সভাপতি ও গনমাধ্যম কর্মী, শাহ মো: আরিফ হোসেন মো: রাশেদুল ইসলাম সাবেক ছাত্র নেতা, স্বপন মিয়া প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাবেক ছাত্র নেতা, সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদল ও সদস্য জেলা বিএনপি।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ সিদ্দিকী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো: বোরহানউদ্দিন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। আয়োজনে পারভেজ হোসেন, আকমল মন্ডল, সুমন মিয়া,জয়নাল আবেদীন, জাহাঙ্গীর হোসেন বিক্কু,আনিছ প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর জেলার রূপকার হিসাবে সদর ৫ সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন বলে জানান দলীয় মনোনয়ন ও দলীয় প্রতিক নিয়ে সাবেক এই এমপি। তাই ভোটারদের মন জয় করার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার দলীয় নেতাকর্মী সহ সকলের সাথে মতবিনিময় করে যাচ্ছেন ড. নিলুফার চৌধুরী মনি।

এবং জামালপুর সদর উপজেলার উন্নয়ন মাদক ও সন্ত্রাসমুক্ত, ডিজিটাল জামালপুর গড়ার লক্ষ্যে সমর্থন কারীদের সাথে নিয়ে পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চান সাবেক এই এমপি ড. নিলুফার চৌধুরী মনি।

তিনি আরো বলেন বেকারত্ব দূর করার লক্ষ্যে জামালপুরে শিল্প কারখানার কোন বিকল্প নেই সেইদিকে লক্ষ রেখে কাজ অব্যাহত রাখবে বলে তিনি জানান ওয়ার্ডবাসীর কাছে। আর যেন কোন নিরক্ষর, কর্মবিহীন, ক্ষুদার্থ, বেকার না থাকে এই জামালপুরে সেই বিষয়ে জামালপুরবাসীকে সাথে নিয়ে কাজ করবে বলে জানান।

সেই সাথে বিগত সময়ের আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদের দ্রুুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।আর যেন কোন ফ্যাসিবাদ সন্ত্রাসী সংগঠন বাংলার জমিনে কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে সেই বিষয়ে সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করা, হত্যা, গুম, খুন, লুটতরাজ, বিটিআর বিদ্রোহের হুকুম দাতা দের এই বাংলার জমিনে সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকর করার আশা ব্যক্ত করেন।সেই সাথে বিএনপি’র সারা বাংলাদেশের নেতাকর্মীদের শান্তি প্রিয় অবস্থান কর্মসূচি পালন করার ও সকলকে একসাথে নিয়ে কাজ করার আহ্বান জানান সকলের এই প্রিয় নেত্রী।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।