ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

50
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
ডিসেম্বর ২২, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ২২শে ডিসেম্বর (রবিবার) বাদ আসর ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নন্দীগ্রাম পৌর উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোশারফ হোসেন এর নেতৃত্বে ঢাকার টঙ্গী ইজতেমা ময়দানে নামধারী সা’দ গ্রুপের মাধ্যমে নির্মম হত্যাকাণ্ডের বিচার এবং সন্ত্রাসী সাদিয়ানের কার্যক্রম সকল মসজিদে বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ জামে মসজিদ গেট হতে শুরু হয়ে বগুড়া-নাটোর মহাসড়কসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে শহীদ মীর মুগ্ধ চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নন্দীগ্রাম উপজেলা উলামা পরিষদের যুগ্ম সেক্রেটারী মাওলানা মুফতি ওমর ফারুক, প্রচার সম্পাদক মাওলানা আমির হামজা, সেক্রেটারি মুফতি সাকিবুল হাসান, সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, নন্দীগ্রাম ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ইদ্রিস আলীসহ উপজেলা ওলামা মাশায়েখ এর অন্যান্য সদস্যবৃন্দ এবং ধর্মপ্রাণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা ঢাকার টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগ নামধারী সা’দ গ্রুপের মাধ্যমে নির্মম হত্যাকাণ্ডের বিচার এবং সন্ত্রাসী সাদিয়ানের কার্যক্রম সকল মসজিদে বন্ধের জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।