ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন

ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে আরও সতর্ক হতে হবে: দুদু

50
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,বিএনপিই পারে দেশে গণতন্ত্র,বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে। কীভাবে গরীব মানুষের পাশে দাঁড়াতে হয় তা জানে।

এটা অতীত ইতিহাসে দেখা গেছে। ক্ষমতায় আনলে তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও দেখতে পাবেন।

সোমবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপিই পারে দেশে গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে। কীভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হয় তা জানে বিএনপি। এটা অতীত ইতিহাসে দেখা গেছে। ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও সেটি দেখতে পাবেন।

তিনি বলেন, সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। কোনো কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। কেউ কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায়। যে কেউ দল গঠন করতে পারে, নির্বাচন করতে পারে। আমাদের আপত্তি নাই। কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে।

তিনি আরও বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছে, সেটার আলামত এখন কিছু কিছু দেখা যাচ্ছে। বাংলাদেশের পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এ সুযোগ কোনোভাবে নষ্ট করতে দেওয়া যাবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের নেতা এসকে সাদী, জ্যোতি ও ফরিদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।