ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পথ রোধ করে স্বর্ণালংকার সহ ৮৫ হাজার টাকা ছিনতাই

50
বিশেষ প্রতিনিধি:
জানুয়ারি ২, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে শারমিন আক্তার (৩০) নামে এক ভ্যান আরোহীর পথ রোধ করে স্বর্ণালংকার সহ নগদ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গত (১ জানুয়ারি) বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। শারমিন আক্তার লালপুর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী। ভুক্তভোগী শারমিন আক্তার জানান, আমার স্বামী অসুস্থ হাওয়াই তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

গতকাল ১ জানুয়ারি রাত সাড়ে আটটার সময় আমি আর আমার মেয়ে অনুভা আক্তার (১২) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলাম। ভ্যান নবীনগর নতুন মসজিদ এলাকায় পৌঁছালে দুইজন মোটরসাইকেল আরোহী আমাদের পথ রোধ করে কাছে থাকা দুইটি স্বর্ণের আংটি একটি গলার চেইন এবং ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

এই ঘটনায় আমরা লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।