ভাঙ্গায় নাহিদ শেখ (২২) নামক এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার(২ জানুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের হায়দার শেখের ছেলে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক আফজাল হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক নাঈম শেখের লাশ উদ্ধার করি। পরিবারের লোকজন জানিয়েছে, নাঈম শেখ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুরে লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু একটি মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।