ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জব্বার মিয়া ওরফে জব্বার মাস্টারকে (৫২) বিস্ফোরক আইনে (ভাঙ্গা থানার মামলা নাম্বার ১৩(১১)২৪) দায়ের হওয়া মামলায় গ্রেফতার করেছে ভাংগা থানার পুলিশ।
গ্রেফতারকৃত জব্বার মাস্টার ভাঙ্গার হাজরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এবং তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর এর অন্যতম সহযোগী ছিল বলে জানা যায়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমান এ বিষয় তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২জানুয়ারি) ভোর রাতে ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া এলাকা থেকে জব্বার মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জব্বার মাস্টার বাড়ি ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে।
তিনি ওই গ্রামের আব্দুর রহমানের পুত্র। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, একটি বিস্ফোরক মামলায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত জব্বার মাস্টারকে ভোরে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।