ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শুক্রবার সকালে মহা সড়কের উভয় পার্শ্বে ফুটপাতে বসানো অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পরেন।
ফুটপাতে বসানো সব্জী ব্যবসায়ি মেহেদী জানান,দোকান ভাড়া নিয়ে ব্যবসা করার মতো পুজি নেই আমার, অবৈধ জেনেও পেটের দায়ে ফুটপাতে বসেছি।এখান থেকেও উচ্ছেদ করে দিল এখন আমি যাবো কোথায়,খাবো কি।
এসময় অভিযানে নেতৃত্ব দেন সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রহিজ উদ্দীন। তিনি জানান, “মহাসড়কের ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে,ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যানজট কমানো সাধারণ মানুষের চলাচলে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “আমাদের এলাকায় এ ধরনের অভিযান আরো আগেই প্রয়োজন ছিল। এখন সড়কে যাতায়াত অনেক সহজ হবে।