৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৫ ঘটিকায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক মো: সাইদুর রহমান এর নেতৃত্বে কম্বল বিতরণ করা হয় রানাগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র , ছিন্নমুল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন রানাগাছা ইউনিয়ন পরিষদের সদস্য মো: কেরামত উল্লাহ এসময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি ও সূর্য তোরণ সমাজসেবা সংস্থা’র নির্বাহী পরিচালক মো: খোরশেদ আলম, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মুক্তা তিনি কম্বল বিতরণ কালীন সময়ে বলেন আগামীতে প্রতিষ্ঠানের উদ্যোগে নির্যাতিত নিপিড়িত ও অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সবধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
কম্বল বিতরণ কালীন সময়ে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মো: কামরুল ইসলাম, কার্যকরী সদস্য মো: জাহাঙ্গীর আলম, মো: জাহের আলী প্রমুখ।