জাতীয় সমাজসেবা দিবস পালণ উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে রোগিদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী পালণ করেছে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নসকস।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নসকস’র অর্থায়নে উপজেলা সমাজসেবা কর্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের মাঝে শীতের কম্বল বিতরণের এই কর্মসূচী পালণ করা হয়।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের (ইউএইচএফপিও) আবু সালেহীন খাঁন,নসকস’র সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আবিদ রনি, সিনিয়র সদস্য নজরুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।