“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে ভোলার তজুমদ্দিন উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন শম্ভুপুর ইউনিয়ন পরিষদ। সোমবার ( ৬ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তজুমদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রতিদ্বন্দিতা করেন শম্ভুপুর ইউনিয়ন পরিষদ বনাম চাঁদপুর ইউনিয়ন পরিষদ,৭০ মিনিট খেলায় শম্ভুপুর ইউনিয়ন পরিষদ ২ -১ গোলে চাঁদপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে শম্ভুপুর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ,তজুমদ্দিন ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ চন্দ্র দাস, শম্ভুপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হাফিজ উদ্দিন, চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো.শাহাজাহান, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মনু, শম্ভুপুর ইউনিয়ন দলের খেলা পরিচালক নিজাম উদ্দিন মাস্টার,তজুমদ্দিন উপজেলা ছাত্রদল সভাপতি মো.মামুন, শম্ভুপুর ইউনিয়ন যুবদল নেতা আরিফ পাটোয়ারী, শম্ভুপুর ইউনিয়ন পরিষদ তথ্য সেবার উদ্যোক্তা মো. মাকসুদ সহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। খেলা পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল হালিম, তার সহোযোগী ছিলেন মো.মোরশেদ আলম, মো.লোকমান।