ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

50
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিপিএল শুরুর আগেই টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দর্শকরা। মাঠে লড়াই শুরুর ৫ দিন পার হলেও এই সমস্যার সমাধান করতে পারেনি বিসিবি। যার ফলে পঞ্চম ম্যাচের আগে টিকিট না পাওয়ায় স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর এবং কাউন্টারে আগুন দিয়েছে দর্শকরা।

বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে গ্লোবাল লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আর বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মুখোমুখি হবে। এজন্য টিকিট প্রত্যাশীদের চাপ ছিল অনেক বেশি।

বেলা ১১টা বাজলেও কোনো টিকিট না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকবার কাউন্টারের সামনের বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায়। তবে ১২টার দিকে বাঁশের ব্যারিকেড ভেঙে সুইমিং কমপ্লেক্সে ঢুকে পড়ে দর্শকরা।

এ সময় সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর শুরু করে দর্শকরা। এ ছাড়াও টিকিট কাউন্টারের বুথে আগুন দেয় দর্শকরা। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেছিল দর্শকরা। তার পর টিকিট ভোগান্তি কমাতে দর্শকদের কাছে ৭দিন সময় চেয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

কিন্তু কাঙ্খিত টিকিট না পেয়ে এই ঘটনা ঘটায় সমর্থকেরা।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।