ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভালো শিক্ষার্থী তৈরি করতে অভিভাবকদের গুরুত্ব অপরিহার্য: এম আকবর আলী

50
মোঃ লিটন হোসেন, সিরাজগঞ্জ
জানুয়ারি ১১, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ভালো শিক্ষার্থী তৈরী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম আকবর আলী। সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা

উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে শনিবার (১১ জানুয়ারি) শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়লের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম আকবর আলী। তিনি বিজ্ঞান কলেজের বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

শিক্ষার মান উন্নয়নের লক্ষে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান সহ কলেজে শিক্ষার মানউন্নয়নকল্পে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।

তিনি আরো বলেন বিগত ১৭ বছরে আমি আমার গড়া প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারি নাই। আওয়ামীলীগের কতিপয় কয়েকজন এই প্রতিষ্ঠানকে জিম্মি করে রেখেছিলো। তারা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকার পতনের পর দেশের মানুষের শান্তি ফিরে এসেছে। তারই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ফিরিয়ে আনতে আমি কাজ শুরু করেছি। সকলের সহযোগীতায় এই বিজ্ঞান কলেজের শিক্ষার মান ফিরিয়ে আনতে চাই। উল্লাপাড়া একটি শিক্ষা নগরী এই সুনাম ধরে রাখতে উল্লাপাড়ায় আমি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও নার্সিং ইনস্টিটিউ প্রতিষ্ঠিত করার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের আজীবন একক দাতা সদস্য লায়ন মোমেনা আলী,বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন,মোমেনা আলী বিজ্ঞান কলেজের প্রধান শিক্ষক আব্দুল মজিদ,উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান বাবু সহ বিজ্ঞান অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকগণ সহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণ।

উল্লেখ্য এসময় অর্ধবর্ষ পরিক্ষার ধারাবাহিক মুল্যায়নে অবস্থানরত শিক্ষার্থীদের মাথে পুরস্কার বিতরণ করা হয়। এবং প্রথম স্থানরত শিক্ষার্থীকে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষনা প্রদান করেন এম আকবর আলী।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।