ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বিয়ের রাতে নববধূ উধাও

50
মোঃ নাসিরউদ্দিন রাজশাহী 
জানুয়ারি ১১, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর তানোরে বাসর রাতে বউ উধাও হয়েছে।উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড় গ্রামে এই ঘটনা ঘটেছে।এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে,ছাঐড় গ্রামের মৃত হাজী মছির উদ্দিনের পুত্র হাজী আবুল কাশেম দুই সন্তানের জনক।

কিন্ত্ত প্রথম স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার প্রথম স্ত্রীর বাড়ি সাবাইহাট। এদিকে উপজেলার হরিপুর গ্রামের ঘটক জনৈক নজরুল ও ফয়েজ উদ্দিনের প্রলোভনে পড়ে হাজী।

কাশেম দ্বিতীয় বিবাহ করেন। গত ৮ জানুয়ারী বুধবার উপজেলার কলমা ইউনিয়ন (ইউপি) এলাকার ঝিঁকড়া গ্রামের জনৈক  গফুর মন্ডলব্যক্তির কন্যার সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় হাজী আবুল কাশেম।
এদিন দিবাগত রাতে বাসর ঘরে আবুল কাশেম তার স্ত্রীর হাতে দেনমোহরের ৪০ হাজার টাকা তুলে দেন।এসময় তার স্ত্রী টাকা নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেবার কথা বলে ঘরের বাইরে এসে দেনমোহরের ৪০ হাজার, তার পকেটের ৪ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে নিরুদ্দেশ হয়েছে।
বাসর রাতে বউ হারিয়ে হাজী প্রচন্ড হতাশ হয়ে পড়েছে। এদিকে গ্রামবাসি বলছে,কথিত ঘটকেরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে।তারা হাজীর টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাদের পচ্ছন্দের মেয়ের সঙ্গে হাজীর বিবাহ দিয়ে টাকা-পয়সা নিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগীতা করে  বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।