সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, মার্চের মধ্যে এগুলো ইস্যু হয়ে যাবে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএ ভবনে রোড সেফটিবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
লাইসেন্স দেওয়ার জটিল ব্যবস্থা থেকে সরে এসে এ প্রক্রিয়া আরও সহজ করা হবে জানিয়ে তিনি বলেন, লাইসেন্স দেওয়ার বর্তমান জটিল ব্যবস্থা থেকে সরে এসে দক্ষ ড্রাইভার ব্যবস্থায় জোর দেওয়া হবে। একই সঙ্গে ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।
মুহাম্মদ ফাওজুল কবির বলেন, গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।