ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ আহত ৪

50
স্টাফ রিপোর্টার:
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (২৫) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে।

এছাড়া ইজিবাইক চালক সহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় ঢাকা মেট্টো- (ব) ১৪-৫৬০০ শ্যামল ছায়া বাস জব্দ করা হলেও বাস চালক সুকৌশলে পালিয়ে যায়। মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপর ১২ ঘটিকার সময় ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার দশালিয়া জোরদীঘিরপাড় নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

জানাগেছে, নিহত সুমন মিয়া (২৫) নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ চন্ডিপাশা গ্রামের মো. শহিদ মিয়ার পুত্র। সুমন মিয়া একজন পিকআপ চালক, সে তাঁর পিকআপের জিনিসপত্র আনতে গিয়ে নান্দাইল চৌরাস্তা থেকে ইজিবাইকযোগে আসার পথে বিপরীতমুখী বাসের সংঘর্ষে এ দূর্ঘটনার শিকার হন।

এছাড়া আহতরা হচ্ছেন- নান্দাইল উপজেলার আচারগাঁও নাখিরাজ গ্রামের মৃত আহম্মদ হোসেনর পুত্র জয়নাল আবেদীন(৬৫), চন্ডিপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের মৃত হামিদ ব্যাপারী পুত্র মোকসেদ আলী (৫৮), ঘোষপালা গ্রামের অটোচালক সাদেকুর রহমান (৫৭) ও বারুইগ্রামের সোলেমান মিয়া (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামল ছায়া বাসের চালক ব্যাপরোয়া গাড়ী চালানোর কারনেই এ দূর্ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।