পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যচে ঢাকা বিভাগের বালিয়া ভাইকিংসকে ৪৩ রানে হারিয়ে বরিশাল বিভাগের আবারন জায়ান্টস জয়ী হয়েছে। বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বিজয়ীদের মাঝে ট্রফি তোলে দেন।
আজ ১০ ডিসেম্বর দুপুর ১২টায় জমকালো এই ফাইনাল ম্যাচটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য তরুণদের মোবাইল ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় মনোযোগী করা।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, এবং উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।