ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

১৭ দিনের হরতাল-আবরোধে সারাদেশে অগ্নিসংযোগের ১৫৪টি:ফায়ার সার্ভিস

50
admin
নভেম্বর ১৪, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ১৭ দিনের হরতাল-আবরোধে সারাদেশে অগ্নিসংযোগের ১৫৪টি ঘটনা ঘটেছে, এর মধ্যে ১৩৫টি ঘটনায় পোড়ানো হয়েছে যানবাহন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ফায়ার সার্ভিস মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

তিনি জানান, ২৫টি জেলায় আগুনের ঘটনা ঘটলেও ৩৯ জেলায় কোনো আগুনের ঘটনা ঘটেনি। গাজীপুর জেলায় দিনের চেয়ে রাতে আগুনের ঘটনা বেশি ঘটে। এ ছাড়া ‘উচ্ছৃঙ্খল জনতা’র আগুনে গড়ে দিনে পাঁচটি করে বাস পুড়েছে।

আরও পড়ুন:বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না : তথ্যমন্ত্রী

মিডিয়া সেলের এ কর্মকর্তা জানান, অগ্নিনির্বাপণ কার্যক্রমে সারাদেশে পাঁচজন (ফায়ার সার্ভিস ২ ও তিনজন সাধারণ জনতা) আহত হয়েছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। দেশের সব বিভাগে ‘উচ্ছৃঙ্খল জনতা’র অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সিলেট বিভাগে কোনো ঘটনা ঘটেনি।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৮২টি, ঢাকা বিভাগে ৩৪টি, চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে নয়টি, বরিশাল বিভাগে ছয়টি, রংপুর বিভাগে ছয়টি, খুলনা বিভাগে দুটি, ময়মনসিংহ বিভাগে একটি আগুনের ঘটনা ঘটেছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গাজীপুর জেলায় সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটে। গাজীপুরে ১৫টি, চট্টগ্রামে আটটি, নারায়ণগঞ্জে ছয়টি, বগুড়ায় পাঁচটি, মানিকগঞ্জে চারটি, ফরিদপুরে চারটি, লালমনিরহাটে চারটি করে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, উচ্ছৃঙ্খল জনতা দিনের চেয়ে রাতে (সন্ধ্যা ৬টা-সকাল ৬টা) আগুনের ঘটনা বেশি ঘটেছে। দিনে ৬১টি ও রাতে ৯৩টি আগুনের ঘটনা ঘটে।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।