নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত পল্লীতে বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধন করায় দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের গাড়ি দিয়ে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ,১৭৯ এই সংগঠনটি।
১৮ নভেম্বর শনিবার দুপুরে এসব তথ্য জানান সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন,আব্দুল মালেক (মানিক) সাংগঠনিক সম্পাদক শ্রমিক সংগঠন, অদুদ কোম্পানি, মালিক সমিতি, আব্দুর রহমান,সহ-সভাপতি শ্রমিক সংগঠন, নুর ইসলাম,সেক্রেটারি শ্রমিক ইউনিয়ন সহ আরও অনেকেই। বঙ্গবন্ধু ট্যানেল সম্পর্কে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা আসছেন আমরা চট্টগ্রাম বাসমিনি বাস সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ১৭৯ এই সংগঠনটি সর্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছি।
চট্টগ্রামের পটিয়া বাশখালী চকরিয়া শান্তির হাট কেরানীর হাট আনোয়ারা কর্নফুলী এলাকার লোকজন সহ সবার জন্য আমাদের সংগঠনটি গাড়ি দিয়ে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। পতেঙ্গা সমুদ্র সৈকতের বঙ্গবন্ধু ট্যানেল পারাপারের জন্য নির্ধারিত ভাড়া রয়েছে,১০০ একশত টাকা, যাইতে ৫০ পঞ্চাশ টাকা,আসতে ৫০ পঞ্চাশ টাকা, মোট ১০০ একশত টাকা,এই সুবিধাটি দিচ্ছে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংগঠনটি।
চাঁদাবাজির বিষয়টি জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক বলেন,বঙ্গবন্ধু ট্যানেলকে নিয়ে সি-বীচ এলাকায় কোন চাঁদাবাজি করতে দিব না। পর্যটকরা আসবে তাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করা বা তাদেরকে গাড়ি দিয়ে সার্বিক সহযোগিতা করা এটাই হচ্ছে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি আরও বলেন,সি-বীচ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীরা সবসময় সার্বিক সহযোগিতা করছেন, গাড়ির নির্ধারিত পার্কিং অনুযায়ী পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে পার্কিং টি নিরাপদ স্থানে রাখার জন্য কাঠগড়ের টি আই সুশোভন চাকমা,রেকার নজরুল ইসলাম,মোহাম্মদ জিয়া সবসময় সহযোগিতা করে আসছেন।বঙ্গবন্ধু ট্যানেল এ আসা-যাওয়া করতে কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করছেন,বলে জানান।