মোঃ সবুজ, ভোলা জেলা প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিএনপির ডাকা ২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টার সফল করতে ভোলায় মশাল মিছিল করেছে ভোলা জেলা বিএনপি। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৯ টায় ভোলার ইলিশা সড়কে বিএনপি নেতাকর্মীরা এ মশাল মিছিল করেন।জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা এ মিছিলে অংশগ্রহণ করে।মিছিল থেকে সরকারের পদত্যাগ ও নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে স্লোগান দেন তারা।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে, পুলিশি নির্যাতন করে আন্দোলন সংগ্রাম দমানো যাবে না। এ সরকার পদত্যাগ না হওয়া পর্যন্ত ভোলা জেলা বিএনপি মাঠে আছে এবং রাজপথেই আন্দোলন চালিয়ে যাবে।
আরো পড়ুন, দৈনিক তালাশ টাইমস্ এ
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রবিন চৌধুরী, ভোলা। সদর উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী বিলাল হোসেন, ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।মিছিলটি ইলিশা মহাসড়ক পরানগঞ্জ থেকে শুরু হয়ে পাইলট বাজারে গিয়ে শেষ হয়।