মোঃ রিপন শেখ ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় উদীচী শিল্পীগোষ্ঠীর ভাঙ্গা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড সিরাজুল ইসলামের ষষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার(২১ নভেম্বর ) বিকাল ৫টায় ভাঙ্গা মহিলা কলেজ ক্যাম্পাসে (সংগঠনের অস্থায়ী কার্যালয়ে) এ শোক সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা মোঃ বে-নজীর আহমাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড লিয়াকত মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট আবৃত্তিকার ও উদীচী শিল্পীগোষ্ঠী ভাঙ্গার শাখার উপদেষ্টা অ্যাপোলো নওরোজ,সংগঠনের সাবেক সভাপতি মনিরুল হক মোল্লা, বর্তমান সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন মুন্সি ও প্রভাষক মাহবুবুর রহমান, কামরুজ্জামান ফকির, সাংবাদিক দিলীপ দাস, সংস্কৃতি কর্মী পলাশ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপুল চক্রবর্তী প্রমূখ।
বক্তারা প্রয়াত কমরেড সিরাজুল ইসলামের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। এ সময় তারা বলেন,সাংস্কৃতিক চর্চা মানুষের মননকে আলোকিত করে।
আরও পড়ুন:পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
শুদ্ধতম মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে। ভালো মানুষ হতে হলে সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্ব আরোপ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড সিরাজুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয় এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।