ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিষমুক্ত ফল সবজি বাগান করলেন ভাঙ্গা থানা ওসি জিয়ারুল ইসলাম

50
admin
নভেম্বর ২২, ২০২৩ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা থানার উদ্যোগে পতিত জমিতে বিভিন্ন জাতের ফুল ও ফলের বাগান,শাক-সবজির আবাদ করছেন (ওসি) ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিষমুক্ত ফল সবজি বাগান করে প্রশংসিত হচ্ছেন সর্বমহলে। থানার গেইটে প্রথমে ঢুকে যে কেউ তাকালে মনে করবে এটি ফুল বাগান। আর একটু সামনে গেলে মনে হবে পারিবারিক পেপে ও সবজির বাগান।এবং পুকুরের চারপাশের চোখ পড়লে তাকালে দেখা যায় দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধরনের ফলফলালী গাছ ও পুকুরের আছে বিভিন্ন ধরনের মাছ।

থানা পুলিশের এমন উদ্যোগে বদলে গেছে ভাঙ্গা থানার দৃশ্যপট। (১৫ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় ফুল ও ফলের বাগানের এসব চিত্র। থানা সূত্রে জানা যায়, থানার পতিত জায়গা ব্যবহার না করায় বিভিন্ন জাতের সবজি চাষ করা হচ্ছে। ওসি ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম এই থানায় যোগদানের পর থেকে থানার দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করে। কৃষি অফিসের সহায়তায় পতিত ওই জায়গায় নানা ধরনের শাক-সবজি চাষ করা হচ্ছে। এমন সবজি বাগান দেখে থানায় সেবা নিতে আসা মানুষজন নিজেদের বাড়ির আঙ্গিনায় সবজি চাষে আগ্রহী হয়ে উঠবেন এমনটা প্রত্যাশা করেন অনেকের।

খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ কর্মকর্তাদের নিয়মিত পরিচর্যায় এক সময়ে পড়ে থাকা জমি সবুজে পরিপূর্ণ হয়ে উঠছে। এ বাগানে বিভিন্ন প্রজাতির আম গাছ, কাঠাল, লিচু, পেয়ারা, আমড়া, নাড়িকেল, কামরাঙা, জলপাই, লেবু, পেঁপে, চালতা সহ বিভিন্ন ফলের বাগান।সবজির মধ্যে রয়েছে লাল শাক, পুঁইশাক, ডাটাশাক ও লাউসহ অন্যান সবজি ইত্যাদি। পতিত জমি সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তাই থানার চারপাশের পতিত জমিতে শাকসবজি চাষ করা হয়েছে।

তার আহ্বানে সাড়া দিয়ে থানার জমিতে ফল ও ফুল সবজির চাষ শুরু করেন। থানায় সেবা নিতে আশা কামাল হোসেন বলেন, থানার জায়গা ফাঁকা পড়েছিল কিন্তু সেই জায়গায় ফল ও ফুল সবজি বাগান করার কারণে থানার রূপ বদলে গেছে। তিনি আরো বলেন, পুলিশের এমন উদ্যোগ মানুষকে বাড়ির ঘরের সামনের পতিত জমিতে চাষাবাদে উৎসাহ জোগাবে।

ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, গাছ কখনো মানুষের সাথে বেঈমানী করে না। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয় এবং সেই গাছের বয়স হলে আমরা চড়া দামে বিক্রি করে একটা বড় অংকের অর্থ পেয়ে থাকি।এবং পুলিশের এমন উদ্যোগ মানুষকে বাড়ির ঘরের সামনের পতিত জমিতে চাষাবাদে উৎসাহ জোগাবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।