শফিকুল ইসলাম (জুয়েল)-বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্র্যাক শিশু নিকেতনের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ নভেম্বর) সকালে মাথাভাঙ্গা ব্র্যাক শিশু নিকেতন প্রাঙ্গণে ব্র্যাকের জেলা সমন্বয়ক আকতারুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আনিছার রহমান, উপজেলা স্কাউটস এর সম্পাদক মর্তুজা ইসলাম, ব্র্যাক শিক্ষা কর্মসুচির কোয়ালিটি ফ্যাসিলিটেটর জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মির্জা এম এ গালিব ও ব্র্যাক শিশু নিকেতনের প্রধান শিক্ষক শিরিন আকতার শিমু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা মারুফা আকতার ও রাকিব হোসেন।
এসময় ২ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অভিভাবকদের বলেন, আপনাদের সঠিক পরিচর্যা ও যত্নের মাধ্যমে আগামীর জন্য তৈরী করতে হবে সন্তানদের। স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে এই প্রজন্মের শিক্ষার্থীরা। এজন্য অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান তিনি। জলঢাকা ব্র্যাক শিশু নিকেতনের আয়োজনে এসময় কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।