মোঃ সাব্বির জমাদ্দার, নড়াইল প্রতিনিধি
বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতার মাধ্যমে বিকাশ ঘটানোর উদ্দেশ্য নিয়ে নড়াইলের এক ঝাঁক গণমাধ্যমকর্মী সাংবাদিকদের নিয়ে নড়াইল মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে।শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার সময় নড়াইলের মির্জাপুরস্থ অস্থায়ী কার্যালয়ে খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উক্ত প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি কমিটি গঠন করা হয়।
এ সময় খন্দকার আছিফুর রহমান (দৈনিক ভোরের পাতা) কে সভাপতি, মো: গোলাম কিবরিয়া (দৈনিক আলোকিত প্রতিদিন) কে সিনিয়র সহ-সভাপতি, আবুল কাশেম (দৈনিক বিডি খবর) কে সহ-সভাপতি, এস এম জহুরুল হক মিলু (দৈনিক আজকের পত্রিকা) কে সহ-সভাপতি, মোঃ পিকুল আলম (দৈনিক সকালের সময়) কে সহ-সভাপতি, কনক মাহবুব (দৈনিক পল্লী বাংলা) কে সহ-সভাপতি, অশোক কুন্ডু (দৈনিক লোক সমাজ) কে সাধারণ সম্পাদক, মো: রফিকুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল) কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,মো: রেজাউল হক (বিডি নিউজ২৪) কে যুগ্ম সাধারণ সম্পাদক, নুরুন্নবী সামদানী (দৈনিক ঢাকা) কে যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ বিশারত হোসেন রাজা (দৈনিক ফুলতলা প্রতিদিন) কে যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ মাহিতুল ইসলাম রানা (দৈনিক ফুলতলা প্রতিদিন) কে যুগ্ম সাধারণ সম্পাদক, মিল্টন শেখ (দৈনিক মানবাধিকার প্রতিদিন)কে সাংগঠনিক সম্পাদক, শেখ মাসুদ পারভেজ (দৈনিক ঢাকা) কে সহ-সাংগঠনিক সম্পাদক, রাসেল হুসাইন (দৈনিক ঢাকা মেইল) কে দপ্তর সম্পাদক, মো: রাসেল মোল্লা (দৈনিক সত্যের কন্ঠ) কে উপ-দপ্তর সম্পাদক, খন্দকার আনিসুর রহমান (দৈনিক লাল সবুজের দেশ) কে অর্থ সম্পাদক, ইমন খান (দৈনিক গ্রামের কন্ঠ) কে উপ-অর্থ সম্পাদক, মো: ইকবাল হোসেন খান (২৪ ঘন্টা সংবাদ) শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, মো: সাব্বির জমাদ্দার (দৈনিক তালাশ টাইমস) কে প্রচার সম্পাদক, সৈয়দ রমজান হোসেন (চ্যানেল সিক্স বাংলা টেলিভিশন) কে উপ-প্রচার সম্পাদক, বিলাল হোসেন (দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ) কে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, শাকিল আহমেদ (ডেইলি পোস্ট) কে বন ও পরিবেশ সম্পাদক, মো: শরিফুল মোল্লা (দৈনিক সত্যের কন্ঠ) কে ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, মোঃ সাজ্জাদ আলী (দৈনিক মানবাধিকার প্রতিদিন) কে আইসিটি সম্পাদক,খন্দকার সাইদুজ্জামান সোহেল (নড়াইল বুলেটিন) কে যুব ও ক্রীড়া সম্পাদক, শিকদার আফজাল হোসেন নিশান (দৈনিক সকালের সময়) কে আন্তর্জাতিক সম্পাদক, আব্দুল হামিদ শেখ (উন্মোচন টেলিভিশন) কে তথ্য ও প্রকাশনা সম্পাদক, ফাতেমা খানম মৌসুমী (দৈনিক সকালের খবর) কে মহিলা বিষয়ক সম্পাদক, প্রবীর কুমার বিশ্বাস (জাতীয় ক্রাইম রিপোর্ট) কে নির্বাহী সদস্য, মিনারুজ্জামান মিরন (আামার দেশ প্রতিদিন) কে নির্বাহী সদস্য করে ৩১ সদ্যস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির আদর্শ ও উদ্দেশ্য :
ক. সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, কর্মশালা, উচ্চতার প্রশিক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা, সহমর্মিতা ও স্বার্থ রক্ষা এবং হামলা-মামলা, নির্যাতনের বিরুদ্ধে /বিচারের দাবীতে রাজপথে প্রতিবাদ ও কর্মসূচি।
খ. বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতার মাধ্যমে বিকাশ ঘটানো।
গ. সংগঠনের সদস্যদের জন্য কল্যাণমূলক কর্মসূচী ও পদক্ষেপ গ্রহন।
ঘ. পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন ও সাংস্কৃতিক মান উন্নয়ন, বৃক্ষ রোপন, সামাজিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সহ প্রচারের ব্যাবস্থা।