ডেস্ক রিপোর্ট
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কৌশল থাকে। আমরা আমাদের নিজস্ব কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা ৩০০ আসনেই লাঙ্গল নিয়ে নির্বাচন করব।
তিনি বলেন, যারা দীর্ঘদিন দলে অবদান রেখেছেন, এলাকায় যার জনপ্রিয়তা, দেশ ও মানুষের প্রতি কতটুকু দরদ আছে, এসব বিবেচনা করেই মনোনয়ন চূড়ান্ত করা হবে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমরা ৩০০ আসনেই লাঙ্গল নিয়ে নির্বাচন করব। প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কৌশল থাকে। আমরা আমাদের নিজস্ব কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছি।
তিনি বলে, যারা দলে দীর্ঘদিন দলে অবদান রেখেছেন, এলাকায় যার জনপ্রিয়তা, দেশ ও মানুষের প্রতি কতটুকু দরদ আছে, এসব বিবেচনা করেই মনোনয়ন চূড়ান্ত করা হবে।
জাপার মহাসচিব বলেন, জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। দলে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। রওশন এরশাদ গতকালও আমাকে ফোন করেছিলেন। তিনি তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। তিনি বললে আমরা তার মনোনয়ন ফরম পাঠিয়ে দেব।
মুজিবুল হক চুন্নু বলেন, মনোনয়নপ্রত্যাশীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। আমরা চাই সাধারণ ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
প্রার্থী চূড়ান্তের বিষয়ে তিনি বলেন, আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। তবে, বিভিন্ন কারণে যারা ফরম তুলতে পারেননি, তারা চেয়ারম্যানের অনুমতিসাপেক্ষে তুলতে পারছেন।