মোঃ সবুজ ভোলা জেলা প্রতিনিধি
ভোলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক টুলু খুন হওয়ার ঘটনায় ফারুককে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ফারুক একাই এই খুন করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বেলা সাড়ে ১১ টার দিকে রাজাপুর ইউনিয়ন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় টুলুকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে ফারুক। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। টুলু রাজাপুর ইউনিয়নের আব্দুল রহমান চোকদারের ছেলে এবং দুই সন্তানের জনক। খুনি ফারুক একই ইউনিয়নের বাসিন্দা।
টুলু এবং ফারুক রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন। ওসি জানান, গতকাল টুলু ও ফারুকের মধ্যে ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে টুলু ফারুকের স্ত্রীকে গালমন্দ করে। এই ক্ষোভ থেকেই আজ সকাল সাড়ে ৭ টার দিকে ফারুক ছুরি দিয়ে টুলুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে ৫ ঘণ্টার মধ্যে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস টিম তাকে রাজাপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ফারুক পুলিশকে এসব তথ্য জানিয়েছে। ওসি আরও জানান, খুন হওয়া টুলুর পরিবার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ফারুক ব্যতীত এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত নেই।