ইমাম হাসান (সোহান) টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান মাছ বাজার হচ্ছে পৌরসভার কাঁচাবাজার মাছ বাজার। ভোরবেলা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত চলে মাছ বিক্রি।
গুরুত্বপূর্ণ এই মাছ বাজারে ধনবাড়ী পৌরবাসী ছাড়াও আশেপাশের সকল ইউনিয়নের লোকজন মাছ কিনতে আসে। গুরুত্বপূর্ণ এই মাছ বাজারের অবস্হান পৌর কিচেন মার্কেট ভবনের মাঝখানে। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা না রেখে ভবনের নীচতলায় ঠিক মাঝখানে মাছ বাজারের বরাদ্দ রাখায় দিনের বেলায় অন্ধকার হয়ে থাকে। বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখতে হয় সারাক্ষণ ।
বিদ্যুৎ চলে গেলে রাতের অন্ধকার নেমে আসে ধনবাড়ী মাছ বাজারে । তখন মোমবাতি জ্বালিয়ে বসে থাকা ছাড়া কোন উপায় থাকে না মাছ বিক্রেতাদের । ভেতরে ভেজা এবং সেঁতসেঁতে অবস্থা থাকায় ক্রেতারা এই সময়ে মাছ কিনতে ভেতরে প্রবেশ করতে অনিচ্ছা প্রকাশ করেন । যার ফলে প্রচুর মাছ অবিক্রিত থেকে যায়। এতে মাছ বিক্রেতাদের লোকসান হয় ।
এছাড়াও মাছ বাজারে যত্রতত্র ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে । কেউ কেউ অন্ধকারে মূত্র ত্যাগও করে। মাছ বিক্রেতা মো জুলহাস এবং মারফত বলেন পৌরসভার উদ্যোগে মাছ বাজারে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্হা করা হলে মাছের বিক্রি যেমন বেড়ে যাবে তেমনি জনস্বাস্থ্যের জন্যও ভালো হবে । অন্ধকার ও গুমোট ভাব চলে গেলে মানুষ স্বাছন্দে মাছ কিনতে আসবে ।
ধনবাড়ীতে মহিলা ক্রেতারা এই অন্ধকার অবস্থার জন্য এই মাছ বাজারে আসেন না । মহিলারা সাধারণত আমবাগান, কয়াপাড়া সহ বিভিন্ন বাজারে মাছ কিনতে চলে যান । অথচ মহিলারাও প্রচুর পরিমাণে মাছ কিনেন প্রতিদিন যা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই প্রতিবেদককের কাছে ধনবাড়ী পৌর কিচেন মার্কেটের মাছ বিক্রেতারা সকলের সুদৃষ্টি আনতে আকুল আবেদন জানান ।