স্টাফ রিপোর্টার :-
বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চরঘেড়া জাল জব্দ করে পুড়িয়ে ধংস করা হয়েছে। ২৮ নভেম্বর সোমবার সকালে থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিনের দিক নির্দেশনায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় অবৈধ চড়ঘেরা ও কারেন্টজাল জব্দ করা হয়। এতে রক্ষা পায় দেশীয় প্রজাতির মাছ। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, মা ইলিশ রক্ষার পর দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। এ দিকে অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।
জানাগেছে, বিগত দিনের চেয়ে বেড়েছে দেশীয় প্রজাতির মাছ। মৎস্য কর্মকর্তার নানামুখী পদক্ষেপ গুলোর মধ্যে অবৈধ চায়না দুয়ারি জাল, চায়না চাই, বেহুন্দী (বাধাঁ)জাল উচ্ছেদ এবং মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত মাধ্যমে নদী গুলোতেও বেড়েছে সাদা মাছের সংখ্যা। এ ধারা অব্যাহত থাকলে খাল- বিল নদ নদীতে বাড়বে দেশীয় প্রজাতির মাছ।