আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা আপাতত বন্ধ রেছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।
তবে গাজায় বিমান হামলা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না, সেটি নিশ্চিত করেননি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। এ ছাড়া কয়েকদিন ধরে গাজায় ইসরায়েলের যে সম্ভাব্য স্থল অভিযান শুরুর কথা বলা হচ্ছে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি তেল আবিব।
এদিকে ইসরায়েল-হামাসের মধ্যকার চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়েছে। হামাসের হামলায় ইসরায়েলে নিহত ছাড়িয়েছে ১ হাজার ৪০ । অন্যদিকে ইসরায়েলের বিমান হামলায় ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।
প্রথম দিন থেকেই গাজায় বিমান হামলা শুরু করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত চলছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে।