ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বিধ্বস্ত মাটির ঘড়ে মানবেতর জীবন! বাড়ি চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা

50
admin
ডিসেম্বর ২, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সবাইকে ঘরবাড়ি উপহার দিলো। কিন্তু আমাদের দিকে দেখলো না কেউ-ই। আমাদের চেয়েও কি মানবেতর জীবনযাপন করে কেউ? স্ত্রী নাই, বিনা চিকিৎসায় মারা গেছে, ৬ মেয়ের মধ্যে ৪ মেয়ের বিয়ে হলেও দুই মেয়ে এখনো ঘরে আছে। ছেলেটাও ছোট্ট, বয়স সবে ৮ ছুঁয়েছে। অন্ধ মানুষ, শরীরে শক্তি নাই, কাম-কাজ নাই। বাচ্চাদের খাবার যোগান দিতে অক্ষম। অন্যের বাড়িতে চেয়ে কিংবা অনাহারেই দিন কাটে আমাদের।

মাটির ঘর বৃষ্টির সময়ে ধসে পড়েছে। কিন্তু কি করবো? খাবারই জুটে না ঘর ঠিক করবো কেমনে?
এভাবেই নিজের দুর্দশার কথা বলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের আলাদীপুর ছত্রীপাড়া গ্রামের সত্তোর উর্ধ্ব সুধির সিং। তিনি ওই গ্রামের মৃত ভগিরত সিং এর ছেলে।

সরেজমিনে দেখা যায়, চার শতক জায়গার ওপর চারিদিকে টিন ও পলিথিন দিয়ে ঘেরা। ভেতরে বিধ্বস্ত একটি মাটির ঘর। সেখানে সুয়ে আছেন দৃষ্টিশক্তি হারানো সত্তোর বছর বয়সী সুধির সিং। ঘরের পেছনের দেয়াল নেই। গত বর্ষার পানিতে তা ভেঙে পড়েছে। ছোট্ট একটি জরাজীর্ণ ঘরে এলোমেলো পুরোনো কাপড় চোপড়। আর চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাড়ি-পাতিল। নেই টিউবওয়েল কিংবা পায়খানা। আর বাহিরে দরজার কাছে বসেছিল তার ৮ বছর বয়সী ছেলে বিনয় সিং। এমনিই করুণ অবস্থা দৃশ্য দেখা মিলে এই সংসারটিতে।

জানা যায়, সুধির সিং এলাকার একটি প্রভাবশালীর বাহিতে দেখভালের কাজ করতেন। বাড়িতে ছিল স্ত্রী ফুলতলী সিংসহ ৬ মেয়ে ও এক ছেলে। বড় চার মেয়ের বিয়েও দিয়েছেন সবার সাহায্য নিয়ে। ২০১৫ সালে হঠাৎ ওই প্রভাবশালী পরিবারটি ফুলবাড়ী থেকে অন্যত্র চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন সুধির সিং। বয়সের ভাড়ে আর কাজ জুটছিল না কোথাও। তবুও এদিক ওদিক করে চালাতেন সংসার। পরে ধিরে ধিরে দৃষ্টিশক্তি হারিয়ে বসেন সুধির সিং। তখন থেকে তার স্ত্রী ফুলতলী সিং অন্যের বাড়িতে কাজকর্ম করে চালাতেন সংসার।

সেই দিয়ে কোনোরকম খেয়ে দিন পার হতো জমজ দুই মেয়ে পূর্ণিমা সিং, সুকিলা সিং এবং ছেলে বিনয় সিংসহ ৫ সদস্যের এই পরিবারের। কিন্তু ভাগ্যের কি পরিহাস! ফুলতলী সিংয়ের শরীরের অজানা বহু রোগ বাসা বাঁধে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফুলতলী সিং। পরে চিকিৎসার অভাবে ২০১৭ সালে মারা যান তিনি। তখন থেকেই খেয়ে না খেয়ে অনাহারে দিন কাটছে সুধির সিংসহ তার ছেলে ও বিবাহযোগ্য মেয়েদের। বাড়ীঘর ঠিক না থাকায় বতর্মানে তার এক মেয়ে অন্যের বাড়িতে কাজকর্ম করে সেখানেই থাকে। আর এক মেয়ে তার নানী বাড়িতে থাকে। বিধ্বস্ত ওই বাড়িতে শুধু বাবা ছেলেই থাকছেন। বাবা সুধির সিং এর বয়স্ক ভাতার অর্থে চলে ছেলে বিনয় সিং এর লেখা পড়া। সে বর্তমানে ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

সুধির সিং আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বাড়ি করে দিল। আমাদের চেয়েও কতো ভালো অবস্থার মানুষ সেই বাড়ি পেয়েছে। কিন্তু আমাদের ভাগ্যে জোটেনি। চেয়ারম্যানকে ধরেও পাইনি সেই বাড়ী। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাই আমাদেরকে একটি বাড়ীর ব্যবস্থা করে দেন।

সুধির সিংয়ের ছেলে বিনয় সিং (৮) ও মেয়ে পূর্ণিমা সিং (১৬) বলে, বাবা অক্ষম হওয়ার পর সম্বল ছিল মা, কিন্তু মা ও মারা গেল। বাবার আয় রোজগার নাই। খাবারই জোটে না ঠিক মতো, বাড়ি ঠিক করবে কিভাবে? যদি সরকারি ভাবে একটি ঘর দিত তাহলে সেখানেই আমরা একটু শান্তিতে থাকতে পারতাম।

প্রতিবেশি মনিবালা রায়, সুমিত শীল ও সাইদুল ইসলাম বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যানের কাছে দৌঁড়ঝাপ করেও তারা প্রধানমন্ত্রীর বাড়ী পাননি। আমরাদের এলাকাবাসীর দাবি তাদের জন্য সরকারিভাবে একটি বাড়ী করে দেয়া হোক। এমন মানবেতর জীবনযাপন খুব কম লোকই করে।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার গৌর চন্দ্র রায় বলেন, এমন মানবেতর জীবনযাপন কারো নেই। তাদের মতো এমন পরিবেশে কেউ থাকে না বর্তমান যুগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করছি, তাদেরকে একটি বাড়ীর ব্যবস্থাসহ তাদের রোজগারের একটি পথ তৈরি করে দেয়ার জন্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, যেহেতু তার নিজস্ব জায়গা আছে সেহেতু তাকে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি দেয়া সম্ভব না। তবে আগামীতে যাদের জমি আছে ঘর নাই সে প্রকল্প হাতে পেলে তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় দেখা হবে। এছাড়াও আমি তাদের খোঁজ খবর নিচ্ছি। তাদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করছি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।