ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আলু আমদানি

50
admin
ডিসেম্বর ২, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সুজন আহমেদ বেনাপোল প্রতিনিধি

শনিবার (২ ডিসেম্বর) বন্দর থেকে খালাশ হচ্ছে প্রথম চালানে আসা আলু। আগে এ বন্দর দিয়ে চাল, ডাল, গম, পেঁয়াজ, সজনেডাঁটা ও কাঁচামরিচ আমদানি হতো, বাকি ছিল শুধু আলু। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনটি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোলে প্রবেশ করে ১ হাজার ৪৮০ বস্তায় ৭৪ দশমিক ০১ মেট্রিক টন আলু।

এসব আলুর আমদানি করেছে ইন্ট্রিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাংলাদেশ। শুক্রবার সরকারি ছুটি থাকায় আলুর চালানটি বন্দর থেকে খালাস হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর ৭৭টি আবেদনের বিপরীতে সরকার ১২ জনকে ভারত থেকে প্রায় ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দেয়।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, গত বৃহস্পতিবার রাতে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৭৪ মে.টন আলু বন্দরে প্রবেশ করেছে। বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে আলুর চালান রাখা হয়। শুক্রবার ছুটি থাকায় খালাস দেওয়া সম্ভব হয়নি। শনিবার আলুর চালানটি খালাস দেওয়া হচ্ছে। কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র কুমার সিংহ জানান, প্রতি মেট্রিক টন আলু ১৮০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। সে হিসাবে প্রতি মেট্রিক টন আলুর ডিউটি ৬ হাজার ৬৮৯ টাকা ৫০ পয়সা।

সে মোতাবেক প্রতি কেজি আলুতে ডিউটি দিতে হচ্ছে ৬ টাকা ৭০ পয়সা। আলু কেনা, এলসি খরচ এবং ডিউটিসহ প্রতি কেজি আলুতে আমদানিকারকের খরচ পড়ছে প্রায় ২৯ টাকা। ফলে বাজারে ৩০ থেকে ৩২ টাকায় সরবরাহ করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।