ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

আমরা মনে করি ইইউ কারিগরি দল কনভিন্সড:নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব

50
admin
ডিসেম্বর ৩, ২০২৩ ৭:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি দল নির্বাচন নিয়ে যা কিছু জানতে চেয়েছে আমরা তাদের জানিয়েছি। আমরা মনে করি তারা কনভিন্সড।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় ইইউ কারিগরি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অশোক কুমার দেবনাথ বলেন, ইইউর কারিগরি দল আমাদের আইনগুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমাদের আইনগুলো তো বাংলায়, সেগুলোর কয়েকটির ইংরেজি ভার্সন তাদের দিয়েছি, বাকিগুলো পরবর্তীতে দেব।

আরও পড়ুন:বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না : তথ্যমন্ত্রী

ইইউ দলটি মূলত নির্বাচনের পরিবেশ দেখতে সারা বাংলাদেশ ব্যাপী ঘুরবে, সেজন্য তাদের কিছু ইনকোয়ারি ছিল সেগুলো আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা বলেছি তাদের নিরাপত্তাসহ অন্যান্য সব বিষয়ে আমরা সহযোগিতা করব। তবে তারা যখন ঢাকার বাহিরে যাবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনফর্ম করে যাবে।

তিনি বলেন, হরতাল-অবরোধ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। এ ছাড়া নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়েও তারা কিছু বলেনি। তবে নির্বাচনে কতজন প্রার্থী রয়েছে, কয়টি দল অংশগ্রহণ করছে, কতজন মনোনয়নপত্র জমা দিয়েছে- এসব পরিসংখ্যান তারা জানতে চেয়েছে। এ ছাড়া কতগুলো স্থানীয় পর্যবেক্ষক থাকছে সে বিষয়েও জানতে চেয়েছে। আমরা তাদের সবকিছু জানিয়েছি।

ইসির অতিরিক্ত সচিব জানান, ইইউ দলটি প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে আরও বৈঠক করবে বলে জানিয়েছে। তারা আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে। পরে অন্য টিম আসতে পারে।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।