ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির গুইমারাতে বিএনপির ডাকা অবরোধের সময় দগ্ধ বেলাল এর মৃত্যুতে মাটিরাঙ্গাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

50
admin
ডিসেম্বর ৩, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

মো: আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারাতে বিএনপির ডাকা অবরোধের সময় দগ্ধ বেলাল এর মৃত্যুতে মাটিরাঙ্গাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শ্রমিক লীগ।

রবিবার বিকালে প্রতিবাদ সমাবেশে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুস সোবহান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার সহ জেলা, উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা জানান, আগামী সাত দিনের মধ্যে শ্রমিক নেতা বেলাল হোসেনের খুনীদের আইনের আওতায় আনা না হলে কঠিন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

গত সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে সরকারি চালবোঝাই একটি ট্রাক মাটিরাঙ্গার তাইন্দং খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিল। পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের কালাপানি পৌঁছালে রাস্তায় গাছ ফেলে বিএনপি সন্ত্রাসীদের হামলা, ভাঙ্গচুর ও যানবাহনে অগ্নিসংযোগের শিকার হয়ে ট্রাকচালক ইসহাক মিয়া ও হেলপার মোঃ বেলাল হোসেন দগ্ধ হন।

পর দিন মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২’রা ডিসেম্বর) বিকেল তিন ঘটিকার সময় তিনি মৃত্যু বরন করেন। নিহত বেলাল হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা আদর্শ গ্রামের শহিদুল হকের ছেলে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।