ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের ছোট হিয়ার চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

50
admin
ডিসেম্বর ৫, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মজিবর রহমান শেখ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ছোট এই মামুনির নাম : আদিবা হাসান হিয়া, বয়স ৩ বছর বা সামান্য বেশি। মা-বাবার আদরের মেয়ে সে। সে গাইকোজেন স্টোরেজ ডিজিস (টাইপ-৬) এ আক্রান্ত।

এ রোগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধীরে ধীরে লিভার এর কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং লিভার এর সাইজ বড় করে দেয়। জন্মের দেড়–দুই বছর বয়স থেকেই নানাবিধ অসুস্থতায় জর্জরিত থাকা ছোট ফুটফুটে এই শিশুটির অসুস্থতা এখন তীব্র আকার ধারণ করেছে। চিকিৎসকদের পরামর্শক্রমে গত কিছু মাস আগে চিকিৎসার জন্য ভারতে নিয়ে গেলে ভারতের সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ লিভার ট্রান্সপ্ল্যান্ট এর পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন:শীতের লোকজ ঐতিহ্য ও জীবনধারা

অবশেষে এর বিশেষজ্ঞ চিকিৎসক ডা: নিলাম মোহন (বিশেষজ্ঞ-পেডিয়াটিক্স প্যাস্টোএন্টেরেলেজিস্ট এন্ড হেপাটোলোজিস্ট, লিভার ট্রান্সপ্ল্যান্টেশন) এর তত্ত্বাবধানে ভর্তি করা হয় হিয়াকে। ডা: নিলাম মোহন ও দ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে বলেছেন। বর্তমানে আদিবা ভারতের মেদেনটা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

২ সন্তানের মধ্যে আদিবা বাবা মায়ের দ্বিতীয় ও ছোট সন্তান। আদিবার বাবা একটি বে-সরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন ও তার মা গৃহিনী। লিভার সংক্রান্ত যে কোন চিকিৎসা ব্যয়বহুল। লিভার প্রতিস্থাপনের জন্য ডোনার, অপারেশন ও অন্যান্য খরচ বাবদ আনুমানিক প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।

আসুন সকলে মিলে আর্থিক সহযোগিতার মাধ্যমে ছোট এই শিশুটিকে পৃথিবীর রঙ্গিন আলোয় বেঁচে থাকতে সহযোগিতা করি। আমরা সবাই মিলে যতটুকু পারি নিস্পাপ আদিবার পাশে দাড়ানোর চেষ্টা করি।

বিস্তারিত যোগাযোগের জন্য : ০১৭৭৪-২৩২৪৪১ আজমিনা খানম ইলা (আদিবার মা)। হিয়াকে আর্থিক সহযোগিতা পাঠাতে : বিকাশ নাম্বার : ০১৭৬৭-৬৯২৬১১ (আদিবার মা), ০১৭৭৪-২৩২৪৪১ (আদিবার বাবা), নগদ নাম্বার : ০১৯১৭-৯৬২৪৩৫১। এছাড়াও সোনালী ব্যাংক লিমিটেড, পুরাতন বাসস্ট্যান্ড শাখার হিসাব নম্বর: ১৯১০৯০১০১৫৫৬৮ (মোছা: আজিমা খানম), রাউটিং নম্বর : ২০০৯৪০৫৮৬, সুইফ কোড : ইঝঙঘইউউঐখঙউ এর মাধ্যমে এবং ডাচ বাংলা ব্যাংক, বিজয়নগর শাখার হিসাব নং-১৯১১৫১০০৮৪৬৯৬ (মোছা: আজিমা খানম), রাউটিং নম্বর : ০৯০২৭১০৯৪, সুইফ কোড : উইইখইউউঐ এর মাধ্যমে আর্থিক সহযোগিতা পাঠানো যাবে। আসুন সকলে কিছু কিছু করে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে নিস্পাপ শিশুটিকে সুস্থ হতে সাহায্যের হাত বাড়িয়ে দেই।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।