ঢাকাবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ যান্ত্রিক যুগে কৃষি

50
admin
ডিসেম্বর ৭, ২০২৩ ৭:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইমাম হাসান (সোহান) টাঙ্গাইল জেলা প্রতিনিধি

সমন্বতি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মুল্যে ধান কাটার কম্বাইন হাভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে

৭ডিসেম্বর  বৃহস্পতিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। আমন এবং বোরো ধান কাটার সময় শ্রমিক সংকটে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় কৃষকদের। এ অবস্থা কাটিয়ে কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

গতকাল ধনবাড়ী উপজেলা চত্বরে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা এর উপস্থিতিতে স্থানীয় ৩ জন কৃষকের হাতে জাপানের তৈরি তিন’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন। ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই তিন কৃষক হলেন- ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের আশরাফ,ধনবাড়ী পৌর এলাকার ছএপুর গ্রামের ফজলুল পিতা: মৃত: ইউনুস আলী, একই গ্রামের কামরুল হাসান রতন পিতা: ফজলুল হক।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকারের পরিচালনার বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন তিন’টি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে। মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন, বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফটিক তালুকদার, বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মাহবুবুর আলম বিদ্যুৎ পরিচালক আলম বিল্ডার্স ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন ,সহ সভাপতি ইমাম হাসান (সোহান) প্রমুখ।সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন ধনবাড়ী উপজেলার কৃষকরা।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।