আন্তর্জাতিক ডেস্ক
পরনে নোংরা জামাকাপড়, শরীরে কালিঝুলি মাখা। দেখে মনে হবে ভিক্ষুক। এমন একজনকে দোকানে ঢুকতে দেখে প্রথমে খানিকটা চমকে যান দোকানের কর্মীরা। ওই ব্যক্তি দোকানের কর্মীদের জানান, তিনি আইফোন ১৫ কিনতে এসেছেন। এরপর একটি বস্তা থেকে লাখ টাকার কয়েন বের করেন। এই কয়েন দিয়েই আইফোন ১৫ প্রো কেনেন তিনি। সম্প্রতি ভারতের রাজস্থানের জোধপুরে এমন ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিক্ষুকের বেশে যিনি আইফোন কিনতে এসেছিলেন, তিনি পেশায় একজন ইউটিউবার। এক্সপেরিমেন্ট কিং নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। সেখানে নানা ধরনের পরীক্ষামূলক ঘটনার ভিডিও বানিয়ে আপলোড করেন তিনি। আইফোন ১৫ বাজারে আসার পর হইচই দেখে ওই যুবক পরিকল্পনা করেন, একটি মজার ভিডিও বানানোর।
এরপর যেমন ভাবা, তেমন কাজ। ভিক্ষুকের ছদ্মবেশ ধরে তিনি সোজা চলে যান একটি ফোনের দোকানে। প্রথমে তাঁকে ঢুকতে দিতে দোকানের কর্মীরা ইতস্তত করছিলেন। এরপর দোকানে গিয়ে কাঁধে থাকা বস্তা খুলে দেখান ওই যুবক। এতে রয়েছে লাখ টাকার বেশি কয়েন। সেই কয়েন দিয়েই তিনি আইফোন ১৫ কিনতে চান। খুচরা পয়সার বিনিময়ে আইফোন বিক্রি করতে প্রথমে রাজি ছিলেন না বিক্রেতারা। অনেক অনুরোধের পর দোকানের সব কর্মীরা মিলে সেই কয়েন গোনা শুরু করেন। লাখ টাকার বেশি খুচরা পয়সা নিয়ে, নতুন আইফোন ১৫ প্রো যুবকের হাতে তুলে দেন দোকান মালিক। পরে ওই যুবক নিজেকে ইউটিউবার হিসেবে পরিচয় দেন।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ইউটিউবার। নিজের ইউটিউব ব্লগের জন্যই এমন ভিডিও করেছেন বলে জানান। তাঁর বার্তা হলো, আইফোন কেন শুধু বড়লোকরা কিনবে, পয়সা দিলে ভিক্ষুকও আইফোন কিনতে পারে। সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে দোকানদারদের সমান ব্যবহার করা উচিত। ভাইরাল ওই ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন যুবকের।