ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে বেড়েই চলছে শীত ও কুয়াশার তিব্রতা,বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ

50
admin
ডিসেম্বর ১৩, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন বৃষ্টির পর তাপমাত্রা নেমে শীত জেঁকে বসতে শুরু করেছে। এতো ঠাণ্ডার শুরুতেই কাঁবু জনজীবন। মানুষের পাশাপাশি গৃহপালিত প্রাণীরাও কাবু হয়ে পড়েছে এই শীতে। কুয়াশার চাঁদরে ঢাকা পড়ছে সূর্য্যরে আলো। দুপুরে সূর্য্য উঠলেও নেই সূর্য্যরে তাপ। সকালে ট্রেন, বাস, ট্রাকসহ সব যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
জানা যায়, গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনাজপুরের তাপমাত্রা নেমেছিল ১৩ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াসে।

সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল ১০ টা পর্যন্ত ঘনকুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছিল বিভিন্ন যানবাহন। মানুষজনের খুব কম বের হয়েছেন বাসা-বাড়ি থেকে। যারা বের হয়েছেন কর্মের তাগিদে তারাও পুরোদমে শীতের কাপড়চোপড় পড়েই বের হয়েছেন। গৃহপালিত প্রাণীসহ বেওয়ারিশ বিভিন্ন পশু-পাখিকেও কাবু হতে দেখা গেছে এই শীতে। কেউ কেউ শীতের দাপট থেকে বাঁচতে গরু ছাগলকেও চটের বস্তা মুড়িয়ে রেখেছেন।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,  বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৩%।

কনকনে ঠাণ্ডায় ফুলবাড়ী উপজেলাসহ দিনাজপুর জেলাজুড়ে অসহায় মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে। বিকেল থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। আর সকালে কাজের সন্ধানে বের হয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়ছেন বিপাকে।
সকালে ফুলবাড়ী রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় চারদিক ঘিরে আছে। যাত্রীবাহী ও মালবাহী ট্রেন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

ট্রেনের যাত্রী অনিমা রানী অনন্যা ও মৌমিতা রায় বলেন, ঢাকা থেকে ফুলবাড়ীতে এসেই দেখছি চারদিক কুয়াশায় ঢাকা। কিছু দেখা যাচ্ছে না। শীতের তীব্রতাও কিছুটা বেশি অনুভব হচ্ছে।

রেলস্টেশনে আসা শীতার্ত ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালক মোকছেদুল ইসলাম ও পথচারী সামসুল আলম বলেন, হঠাৎ করে ফুলবাড়ীতে দুইদিন বিরতীহীন বৃষ্টি হওয়ায় শীতের তিব্রতা বৃদ্ধি পেয়েছে। কুয়াশার কারণে সকালে কোনো কাজকর্ম করা যাচ্ছে না। এখন গরম কাপড় পড়েও কনকনে ঠাণ্ডায় থাকা মুশকিল হয়ে যাচ্ছে।
মোবারকপুর এলাকার দিনমজুর মো. ইউনুস ও সুমননের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘কাজ না করলে খামো কী? তাই কষ্ট হইলেও কামোত ছুটি (ছুটে) যাওয়া লাগে।

আরও পড়ুন:কাউনিয়ায় হাফ ইয়ারলি উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

ফুলবাড়ী সরকারি কলেজে পড়ুয়া শিক্ষার্থী জহিরুল ইসলাম  ও সাকিব রহমান জানানা,আমাদের বাসা ফুলবাড়ী থেকে এক্টু দুরে কিন্তু কলেজে কিছু কাজ থাকায় এই ঠান্ডার ভিতর কষ্ট করেই কলেজে জাইতে হচ্ছে।

ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, প্রচণ্ড ঠাণ্ডা শুরু হয়েছে। এতে শিশুসহ বয়স্করা কাবু হয়ে পড়ছে। নানান প্রকার শীত জনিত রোগবালাই দেখা দিচ্ছে ঘরে ঘরে। মানবিক সহায়তাকারীদের উচিৎ এখন থেকেই শীতার্তদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, হঠাৎ দুইদিন বৃষ্টি হওয়ায় জেলায় শীতের তিব্রতা বেড়েছে। ধীরে ধীরে শীত আরো বাড়বে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।