মোঃ আহসান হাবীব সুমন, বিশেষ প্রতিনিধি জামালপুর
জামালপুর সদর উপজেলা ৯নং রানাগাছা ইউনিয়ন ১নং ওয়ার্ড চর গভিন্দ পিরের বাড়ি মাঠে পাকা ধানে যেন এক সোনালী অতিত।এই আগাম মৌসুমী ধান সঠিক ভাবে রুপন,পরিচর্যা, মাড়াই ফসল করতে পেরে কৃষকরা খুব আনন্দ প্রকাশ করেছে। তাদের শ্রম সফল হয়েছে বলে আত্তপ্রকাশ করে বলেন কৃষক জামাল শেখ।
চাষিদের সাথে কথা বলে জানা যায়, ধান উৎপাদন করতে প্রতি শতাংশ ভুমি চাষকরতে যা খরচ,যেমন ভুমি হাল চাষ, পানি, সার, বিষ,বিচ, শ্রমিক খরচ সহ চাষিদের প্রতি শতাংশে খরচ আনুমানিক ৫০০থেকে৭০০ টাকা প্রযন্ত খরচ হয়ে থাকে।
চাষি শেখ জামাল আরো জানান, আমরা যদি সঠিক সময় সার পেতাম আরো কিছু কম দামে,বিষের বাজার চরা, ডিজেলে ও বিদ্যুৎ এর দাম বাড়াই ধান চাষ করতে আমাদের হিম সিম খেতে হয়।জামাল শেখ বলেন, সরকার যদি সার,বিস,ডিজেল, কারেন্ট এর মুল্য কমিয়ে আনতো তাহলে আমরা আরো উপকৃত হতো কৃষকরা।ওই ইউনিয়নের কৃষক রা যানান আমাদের দান চাষকরতে যা খরচ হয়, শ্রম দিয়ে খরচ করে তা বেশির ভাগ লাভের সম্ভাবনা কম থাকে।তাই সরকার যদি আমাদের আরো অন্নতো কৃষির ওপর বেভহারিক প্রশ্রিখন এর ব্যাস্থা করত, সময় মত সার,বিষ,বিচ,দেওয়ার ব্যাবস্থা করে দিলে আমরা আরো সফল ভাবে চাষাবাদ করতে পারতাম।