ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর সদর উপজেলায় আগাম মৌসুমী ফসল ধান পাকাই কৃষকের মুখে হাসি

50
admin
অক্টোবর ১৪, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আহসান হাবীব সুমন, বিশেষ প্রতিনিধি জামালপুর

জামালপুর সদর উপজেলা ৯নং রানাগাছা ইউনিয়ন ১নং ওয়ার্ড চর গভিন্দ পিরের বাড়ি মাঠে পাকা ধানে যেন এক সোনালী অতিত।এই আগাম মৌসুমী ধান সঠিক ভাবে রুপন,পরিচর্যা, মাড়াই ফসল করতে পেরে কৃষকরা খুব আনন্দ প্রকাশ করেছে। তাদের শ্রম সফল হয়েছে বলে আত্তপ্রকাশ করে বলেন কৃষক জামাল শেখ।

চাষিদের সাথে কথা বলে জানা যায়, ধান উৎপাদন করতে প্রতি শতাংশ ভুমি চাষকরতে যা খরচ,যেমন ভুমি হাল চাষ, পানি, সার, বিষ,বিচ, শ্রমিক খরচ সহ চাষিদের প্রতি শতাংশে খরচ আনুমানিক ৫০০থেকে৭০০ টাকা প্রযন্ত খরচ হয়ে থাকে।

চাষি শেখ জামাল আরো জানান, আমরা যদি সঠিক সময় সার পেতাম আরো কিছু কম দামে,বিষের বাজার চরা, ডিজেলে ও বিদ্যুৎ এর দাম বাড়াই ধান চাষ করতে আমাদের হিম সিম খেতে হয়।জামাল শেখ বলেন, সরকার যদি সার,বিস,ডিজেল, কারেন্ট এর মুল্য কমিয়ে আনতো তাহলে আমরা আরো উপকৃত হতো কৃষকরা।ওই ইউনিয়নের কৃষক রা যানান আমাদের দান চাষকরতে যা খরচ হয়, শ্রম দিয়ে খরচ করে তা বেশির ভাগ লাভের সম্ভাবনা কম থাকে।তাই সরকার যদি আমাদের আরো অন্নতো কৃষির ওপর বেভহারিক প্রশ্রিখন এর ব্যাস্থা করত, সময় মত সার,বিষ,বিচ,দেওয়ার ব্যাবস্থা করে দিলে আমরা আরো সফল ভাবে চাষাবাদ করতে পারতাম।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।