আসলাম খান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে কাউনিয়ায় ভুতছাড়া একতা সংঘ কৃর্তক আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪ ডিসেম্বর) রাত ৮ ঘটিকায় ভুতছাড়া মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে শক্তিশালী বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ। আনন্দমুুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি শেষ পর্যন্ত ড্র হয় ৪-৪ গোলে।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য ও হরিণ সুপার মশা কয়েলের পরিচালক মনজুরুল ইসলাম মিলন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪নং শহীদবাগ ইউনিয়ন পরিষদের ৯ নং ওর্য়াড ইউপি সদস্য রোস্তম আলী।
এছড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুতছাড়া একতা সংঘের সাবেক সভাপতি জামিনুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ইউসুফ আলী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূরে আলম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সাংবাদিক জহির রায়হান সাংবাদিক জসিম সরকার দৈনিক তালাশ টাইম্ পত্রিকার কাউনিয়া প্রতিনিধি আসলাম খান সহ প্রমুখ।