মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
বোরো ধানের বীজতলা শেষ পরিচর্যায় ব্যস্ত কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষক। চলতি বছর সঠিক সময়ে পানি নেমে যাওয়ায়, ধানের চারা রোপনের জন্য চলছে জমি তৈরির কাজ।কোনো কোনো কৃষক চারা রোপণ শুরু করেও দিয়েছে ইতিমধ্যে। আবহাওয়া বৈরী না হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে, এমনটাই আশা কৃষি বিভাগের।
সংশ্লিষ্ট অফিস সূত্রমতে,এ বছর ১ লাখ ৬৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু হাওরেই আবাদ হবে ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে।
চাষিদের বোরো ধানের বীজতলা তৈরি থেকে শুরু করে আবাদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি অফিস।কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা বোরো ধানের বীজতলা প্রস্তুত করতে সনাতন পদ্ধতিতে দিচ্ছেন পানি, সার। এরই মধ্যে বীজতলা প্রস্তুত হয়েছে ৭ হাজার ৮৯০ হেক্টর জমিতে।সবুজে ছেয়ে গেছে বীজতলায় মাঠঘাট।
চলতি মৌসুমে হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় সময়মতো রোপণ করতে পারবেন চারা তাই বেজায় খুশি কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুস সাত্তার বলেন, আবহাওয়া এ বছর অনুকূলে। আমরা আশা করছি হাওর এলাকার কৃষকেরা বোরো ধান চাষ করে এবার বাম্পার ফলন পাবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।