ঢাকাশুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ জেলায় প্রণোদনায় বেড়েছে সরিষার আবাদ কৃষকের মুখে হাসি

50
admin
জানুয়ারি ১৯, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁ মহাদেবপুরে উপজেলায় প্রণোদনায় বেড়েছে সরিষার আবাদ। কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে সরিষা চাষের জন্য কৃষকদেরকে প্রণোদনা দেওয়ায় বিগত বছরগুলোর চেয়ে এ উপজেলায় এবার সরিষা চাষে কৃষকরা বেশি আগ্রহী হয়ে উঠেছেন।

এতে এবার এ উপজেলায় গত বছরের চেয়ে প্রায় দ্বিগুন জমিতে সরিষা আবাদ হয়েছে। গত বছর এ উপজেলায় সরিষা আবাদ হয়েছিল ২ হাজার ৬ শ ৯০ হেক্টর জমিতে। এ বছর ৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ মাত্রা নির্ধারন করা হলেও লক্ষ মাত্রার চেয়ে ১ শ ৫০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। প্রণোদনা পাওয়ায় কৃষকরা এবার ৪ হাজার ১ শ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১০ টি ইউনিয়নে সরিষা চাষের জন্য চলতি বছর ১ হাজার ৪ শ ৪০ জনকৃষককে প্রণোদনা দেয়া হয়েছে। ৯ নং চেরাগপুর ইউনিয়নে ফুলবাড়ী বাগধানা ও ১০ নং ভীমপুর ইউনিয়নের খোদ্দনারায়নপুর গ্রামের প্রতি কৃষক বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

উপজেলার কয়েক টি মাঠ ঘুরে দেখা গেছে মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুল। হদুল ফুলের সমাহারে সেজেছে মাঠের পর মাঠ। প্রণোদনার সার বীজে আবাদ করে লাভের স্বপ্ন দেখছেন সরিষা চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, কৃষকদের মাঝে প্রণোদনা দেয়ায় এ উপজেলায় এবার সরিষার আবাদ যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। নওগাঁ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।