ইমাম হাসান (সোহান) টাঙ্গাইল জেলা প্রতিনিধি
চলতি বোরো মৌসুমে (২০২৪ ইং) যমুনা ইউরিয়া সারের প্রযার্প্ত যোগান থাকায় টাঙ্গাইল সহ সারা দেশে ইউরিয়া সহ সকল ধরনের সারের কোনো ঘাটতি নেই । কৃষক সরকার নির্ধারিত মূল্যে ইউরিয়া সহ সকল প্রকার সার সহজেই দোকান হতে ক্রয় করতে পারছে।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মেসার্স শাহজাহান আলী ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ আল আমিন ফিরোজ বলেন জানুয়ারী ২০২৪ ইং এ যমুনা সার কারখানা,তারাকান্দি, জামালপুর হতে তার দোকানের নামে বরাদ্দকৃত ৪৯ মেট্রিক টন ইউরিয়া সার যথা সময়ে উত্তোলন করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকের মাঝে বিক্রি করতে পারছেন।
এছাড়াও বিএডিসি হতে বরাদ্দকৃত অন্যান্য সারের পর্যাপ্ত মজুদ থাকায় কৃষকরা কোন ধরনের সারের সংকটে পড়েছেন না। জানা যায় এবার কৃষি জমিতে পর্যাপ্ত সরিষার চাষ করার জন্য বোরো চাষে সারের পরিমাণ কম দিতে হবে।
যার ফলে সকল প্রকার সারের চাহিদা এবং বিক্রি কিছুটা কম। ধনবাড়ীতে এলাকাভেদে একেক জায়গায় আগে পিছে বোরো চাষের জন্যও সারের উপর একবারে চাপ পড়ে না।যদুনাথপুর এবং বানিয়াজান ইউনিয়নে আলু চাষ বেশি হয় এজন্য অনেক জমিতে বোরো চাষ দেরিতে শুরু হয় ।
আবার মুশুদ্দি, পাইস্কা, বলিভদ্র ইউনিয়নে সরিষার চাষ বেশি হয় সেজন্যও বোরো চাষ পিছিয়ে যায়। এলাকার কৃষকরা কোন ধরনের ঝামেলা ছাড়াই সার সংগ্রহ করতে পেরে খুশি ।