ঘুম ভাঙার পরেও বিছানা ছাড়তে চায় না। একটা কোলবালিশ নিয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছে।
কেন অলস, জানতে চেষ্টা করুন। হতে পারে আপনার প্রিয়জনটি অবসাদের শিকার। বা হয়তো তার শরীরে বাসা বেঁধেছে মধুমেহ রোগ! এসবের কারণেও কাজে অনীহা আসতে পারে। সেক্ষেত্রে চিকিৎসা করানো জরুরি।
Leave a Reply