মোঃ মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
‘‘আলোকিত সমাজ বিনির্মানে সেচ্ছা উদ্দ্যেগ’’ এই শ্লোগানে গঠিত লুমেলিসা সংস্থার আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে ৪ শতাধিক দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৬ ফেব্রয়ারী মঙ্গলবার বিকাল ৫টায় পৌর শহরের চৌধুরীর মোড়ে, লুমেলিসা সংস্থার সভাপতি মোছাঃ মেহেরুন নেছা চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন,পিপিএম,বিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ, পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ ফরহাদ হোসেন, হাজী মোহাম্মদ দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোঃ নওশের ওয়ান, লুমেলিসা সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুশফিকুর রহমান চৌধুরী (লিও)সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।