মোঃ আল আমিন (স্টাফ রিপোর্টার)
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ‘ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা’ এই স্লোগানকে সামনে রেখে রোটারি ক্লাব অব খাগড়াছড়ি হিল টাউনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা সদরের আলম পরিবারের নিজ বাসভবনে দুস্থদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার দুইবারের সাবেক মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দিদার)ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা মো:জাহিদুল আলম এবং সাংবাদিক ব্যাক্তিবর্গ।
এসময় রফিকুল আলম বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও দেশের জনগণের জন্য কাজ করেছেন। তিনি শিখিয়ে গেছেন কীভাবে মানুষের জন্য কাজ করতে হয়। তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনাও দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।