রিফাত হোসেন লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় গরীর ও অসহায় মানুষের মাঝে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে প্রায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি নিজ কার্যালয়ের সামনে ছিন্নমূল গরিব ও অসহায় ব্যক্তিদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মেহেদী হাসান জুয়েল।
আরও পড়ুন:রংপুরের শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে এনজিও ফেডারেশন এফএনবি
এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম প্রধান, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম সহ আরও অনেকে।
অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণের পূর্বে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি’ র উদ্দেশ্যে দিকনির্দেশনা মূল বক্তব্য রাখেন।