ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশে পৃথক অভিযানে ৬০ কেজি মা ইলিশ ও দুই লক্ষ মিটার কারেন্টজালসহ ২১ জন জেলেকে আটক করা হয়েছে।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, লৌহজং উপজেলা প্রশাসনের নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।অভিযানে আটককৃত ২১ জেলেকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জাকির হোসেনে এবং সহকারী কমিশনার(ভূমি)মো:ইলিয়াস সিকদার ভ্রাম্যমান আদালত ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।পরে উদ্ধারকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।কারেন্ট জালগুলো প্রশাসনের তত্বাবধানে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।