ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে কৈখালীতে বিক্ষোভ মিছিল

50
admin
অক্টোবর ২০, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মা নামাজের পর যাদবপুর বাজার চত্বরে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও বুলবুল ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে এবং কৈখালীর সর্বস্তরের তৌহিদী জনতার উপস্থিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নির্দিষ্ট সময়ের পর কৈখালীর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে যায়। বুলবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ এর সভাপতিত্বে হাফেজ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন যুবলীগ নেতা মোল্লা আবুল হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মীগণ কৈখালীর বিভিন্ন ওলামায়ে কেরাম বৃন্দ এবং সর্বস্তরের তৌহিদী জনতা।

জুম্মা নামাজের পর পশ্চিম কৈখালী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে পশ্চিম কৈখালী আফিজ কয়ালের মোড়,ও গনি মল্লিকের মোড় কারিকর পাড়া দিয়ে ঘুরে কৈখালী ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে যাদবপুর বাজার চত্বরে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের জোর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।