দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌর বিএনপির উদ্যোগে ডামি ভোট নির্বাচনে সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে পৌর বিএনপি’র পক্ষ থেকে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ প্রতিবাদে লিফলেট বিতরণ করেন।
সোমবার ( ১৯ ফেব্রুয়ারি ) দুপুর সাড়ে ৩ থেকে সাড়ে ৪ টা পর্যন্ত পৌর বিএনপির ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাঁচা বাজার থেকে শুরু করে নিমতলা মোড় থেকে মেন মেন সড়কে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর সাধারণ মো. সাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো নবীউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মোস্তাক আহমেদ খোকন চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজা বিন অস্টিম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনারুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মোনাচসহ ২ শত নেতাকর্মী ও সদস্যরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানে মুখরিত রাজপথে লিফলেট বিতরণ করেন।