ইলিয়াস উদ্দিন, নান্দাইল উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নে পংকরহাটি (ধনারামা) গ্রামে অধ্যাপক শাহজাহান স্যারের নামে প্রতি বছর ওরশ শরীফ পালন করা হয়।
ওই ওরশ শরীফে অসামাজিক কার্যকলাপ মদ, জুয়া ও গাজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের আড্ডা বসে, উক্ত অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে আজ ২ই মার্চ শনিবার সকাল ১১ টায় উপজেলার নান্দাইল চৌরাস্থায় ওরশ বন্ধের দাবিতে মানববন্ধন করে। জানা যায় প্রতি বছর ৮,৯ ও ১০ মার্চ তারিখে শাজাহান স্যারের ভক্তরা তিন দিন ব্যাপি ওরশের আয়োজন করে থাকে।সেখানে হাজার হাজার লোকের সমাগম হয়। ওরশকে কেন্দ্র করে মদ ও জুয়ার আসর বসে।
প্রশাসনের তদারকি ও অভিযান সত্ত্বেও এসব অপকর্ম প্রতি বছর চলে। কয়েক দিন আগে স্বানীয় একটি ওয়াজ মাহফিলে আরিফ বিল্লাহ নামে এক স্থানীয় আলেম ওরসের প্রতিবাদে বক্তব্য দেয়। তারই জের ধরে অধ্যাপক শাজাহান স্যারের ছেলে মামুন আরিফ বিল্লাহ কে লাঞ্চিত করে।
এর প্রতিবাদে স্থানীয় আলেম ও জনসাধারণ প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে ওরশ বন্ধের ঘোষণা আসে। স্থানীয় লোকজন প্রশাসনিক ভাবে ওরশ বন্ধের আবেদন করে। শনিবার মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আলেম ও জনসাধারণ নান্দাইল চৌরাস্তায় সমাবেত হয়। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে ধনারামা গ্রামের প্রবীন ব্যাক্তি শামসুল আলম আকন্দ শমসের তার বক্তব্যে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে এবং তিনি আরও ঘোষণা দেন আগামী ৮, ৯ ও ১০ ই মার্চ তারিখে ধনারামা মধ্য পাড়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
তাফসিরুল কোরআর মাহফিল ও ওরশ পাশাপাশি স্থানে ও একই তারিখে হওয়াকে কেন্দ্র করে সারাধণ মানুষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোঃ আব্দুল মজিদ জানান, আমি ওরশ ও তাফসিরুল কোরআন মাহফিল কোনটার অনুমতি দেইনি। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমরা আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করবো।